শনিবার, নভেম্বর ৯, ২০২৪
Led04রাজনীতি

ঘুষ, দখলদারিত্ব, লুটপাট, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবির সমাবেশ

লাইভ নারায়ণগঞ্জ: ঘুষ, দখলদারিত্ব, লুটপাট, দ্রব্যমূল্য বৃদ্ধি, সাম্প্রদায়িকতা, সামাজিক অস্থিরতার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে জেলা কমিউনিস্ট পার্টির শহর কমিটি (সিপিবি)। শুক্রবার (৮ নভেম্বর) বিকালে নগরীর ২নং রেলগেট, দেওভোগ, লক্ষ্মীণারায়ন আখড়া ও ভুইয়ারবাগ এলাকায় মিছিল ও পরবর্তিতে সমাবেশ করেন তারা।

এসময় কর্মসূচিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি আ. হাই শরীফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য দুলাল সাহা, বিমল কান্তি দাস, শাহানারা বেগম, সুজয় রায় চৌধুরী বিকু, শোভা সাহা প্রমূখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশে বাজার সিন্ডিকেটের অবাধ লুটপাট এখনো চলছে- লাগামহীনভাবে দ্রব্যমূল্য বেড়ে চলেছে কিন্তু সরকার এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি। দেশের বিভিন্ন জেলায় অসংখ্য স্থাপনায় হামলা ও ভাংচুর হচ্ছে, বিভিন্ন জেলায় প্রতিমা ভাংচুর হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় এবং পাহাড়ি আদিবাসীদের ওপর নানা প্রকার সাম্প্রদায়িক হামলা ও অত্যাচার করা হয়েছে, বেশ কয়েকজন পাহাড়ি ছাত্রকে হত্যা করা হয়েছে কিন্তু এর বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা সরকার নিচ্ছে না। হাট-ঘাট, বাজার, ব্যবসা প্রতিষ্ঠানে দখলদারিত্ব ও অগ্নি সংযোগ ও নীরব চাঁদাবাজী চলছে। স্কুল কলেজের শিক্ষকদের ওপর এখনো হামলা করা হচ্ছে। শ্রমিকরা তাদের ন্যায়সংগত দাবির জন্য কথা বলায় তাদের ওপর গুলি চালানো হয়েছে, ৩ জন শ্রমিক হত্যা করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খার বাস্তবায়ন কই? আমরা চাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খার পূর্ণ বাস্তবায়ন। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে দেশ এক গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাংখা বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে সারাদেশে ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নানান কর্মসূচি নিয়ে জনগণের মধ্যে যাচ্ছি। বাসভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জে আগামী ১৭ নভেম্বরে ডাকা হরতালের সাথে আমরা সিপিবি সহ নারায়ণগঞ্জের সকল মানুষ যুক্ত আছি। ১৫ নভেম্বরের মধ্যে দাবি না-মানলে হরতাল হবে। সে হরতালে আমরা রাস্তায় থাকব, সকল দলমতের মানুষকেও রাস্তায় নেমে আসার আহবান জানাচ্ছি।

RSS
Follow by Email