রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led04সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডে সাধুরঘাটের পশ্চিম পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মাবুদ লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি লাইভ নারায়ণগঞ্জকে জানান, নারীর মৃতদেহ সাধুরঘাটের পাশে ইপিজেড এর দিকে নদীর কিনারা থেকে উদ্ধার করা হয়েছে। নারীর পরিচয় বের করার চেষ্টা চলছে। তার বয়স আনুমানিক ৩২ হবে। ধারণা করছি, মৃতদেহটি ১০ থেকে ১২ দিন যাবত পানিতে ছিল। শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মৃতদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email