আদালত পাড়ায় জাকির খানের মুক্তির দাবিতে বিক্ষোভ
লাইভ নারায়ণগঞ্জ: জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তির দাবিতে আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে আদালত পাড়ায় দলে দলে ব্যানার ফেস্টুন নিয়ে এ বিক্ষোভ মিছিল করে তার কর্মী-সমর্থকরা।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির খান, জাকির খান মুক্তি পরিষদের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, যুবদল নেতা পারভেজ মল্লিক, কাশিপুর ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহমতউল্লাহ মানিক সহ প্রমুখ।
একইদিন সাব্বির হত্যা মামলায় আদালতে নিহতের মামাতো ভাই সোহাগ সাক্ষ্য দেয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল ইসলামের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়।
আসামি পক্ষের আইনজীবী মো. রবিউল হোসেন গণমাধ্যমকে বলেন, নিহত সাব্বির আলম খন্দকারের মামাতো ভাই আজ আদালতে সাক্ষ্য দিয়েছেন। তবে কে হত্যা করেছে কিভাবে হত্যা হয়েছে সে বিষয়ে সে কিছুই জানেনা। আজ এটা ১৭ নম্বর সাক্ষী। এ পর্যন্ত কোন সাক্ষী বলতে পারেনি জাকির খান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। সুতরাং আমরা আশা করতে পারি, অচিরেই তিনি মুক্তি পাবেন।