আড়াইহাজারে বায়ু দূষণ, অবৈধ ইটভাটা বন্ধ-জরিমানা
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বায়ু দূষণের দায়ে একটি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে। অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বীথি‘র নেতৃত্বে আড়াইহাজারের কালাপাহাড়িয়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোবারক হোসেনসহ পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে নিউ ব্রিক মেশন (এনবিএম) নামে এক ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে সেখানে মজুদকৃত সকল কাঁচা ইট ধবংস করে সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র উপপরিচলাক এএইচএম রাসেদ লাইভ নারায়ণগঞ্জকে জানান, ৫ নভেম্বর আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নে অবস্থিত মোঃ মনির হোসেন এর মেসার্স নিউ ব্রিক মেশন (এনবিএম) নামে ইটভাটায় অভিযান চালানো হয়। এই প্রতিষ্ঠানকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৫(২) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে ভাটাটির সকল কাঁচা ইট ধবংস করে সকল কার্যক্রম বন্ধ করা হয়।
তিনি আরও জানান, অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।