মিজমিজি হাজী আ. সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষের জানাযা সম্পন্ন
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের মিজমিজি হাজী আ. সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের ভূঞায় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিততে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রানালয়ের উপ-সচিব সাইফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও এনসিসির ২নং ওর্য়াডে সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন, যুগ্ম-সম্পাদক আবুল হোসেনসহ নারায়ণগঞ্জ জেলার বেশকিছু মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং মিজমিজি হাজী আঃ সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক, ছাত্রসহ মিজিমিজি এলাকায়বাসী।
জানাযার নামাজের পূর্বে মরহুমের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন। এসময় তিনি বলেন, মাওলানা আবু তাহের ভূঞা ছিলেন আমার শিক্ষক। তিনি অত্র মাদ্রাসায় ৮০ এর দশক থেকে মৃত্যু পযর্ন্ত মাদ্রাসার খেদতম করেছেন। তিনি অসংখ ছাত্র ও আলেম তৈরি করে গেছেন, সমাজ ও জনগণের সেবা করার জন্য। আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহতালা তাকে যেন জান্নাত নসিব করেন।
উল্লেখ্য, শুক্রবার (১ নভেম্বর) রাত ২টার সময় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুতালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।