বিএনপিকে ধ্বংস করার তাদের দুঃস্বপ্ন স্বপ্নই রয়ে গেছে: অধ্যাপক মামুন মাহমুদ
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেন, যারা গত ১৫ বছর এই দেশে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা ভেবেছিল বেগম খালেদা জিয়াকে যদি বন্দি করে রাখা যায় এবং তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশে আসতে দেওয়া না যায়, তাহলে এই বিএনপিকে ধ্বংস করে দেওয়া যাবে কিন্তু তাদের এই দুঃস্বপ্ন স্বপ্নই রয়ে গেছে।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা র্যালির আয়োজন করা হয়। র্যালির পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন অধ্যাপক মামুন মাহমুদ।
মামুন মাহমুদ আরো বলেন, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল করি তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক, আমরা যারা তারেক রহমানের আদর্শকে বিশ্বাস করে জাতীয়তাবাদীর পতাকাকে নিপীড়ন নিষ্পেষণ আমরা যারা এই পতাকাকে সমন্বিত রেখেছি তাদের রক্তচক্ষুকে ভয় পায় নাই আমরা পালিয়ে কিংবা জেলে থাকলেও আবার রাজপথে এসেছি এই পতাকাকে সমন্বিত রেখেছি। কিন্তু আমরা এই দল ছেড়ে যাই নাই দেশের যাই নাই এই দল বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল এই দলের নেতাকর্মীরা কোনদিন পালিয়ে যায় না। আমরা মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবো আমরা সরকারে থাকি কিংবা বিরোধী দলে থাকি আমরা যেখানেই থাকি মানুষের সেবার জন্যই পাশে থাকবো। আজকে কিন্তু বিএনপি ক্ষমতায় নাই তারপরেও এইযে ফেনীতে বন্যা হল সেখানে আমরা সাহায্য নিয়ে গেলাম, উত্তরবঙ্গের বন্যা হল সেখানে আমরা সাহায্য নিয়ে গেলাম আবার দেশে মহামারী করোনার সময় ও আমরা মানুষের পাশে ছিলাম। আজকের দেশে ডেঙ্গু ও মহামারির আকারে ছড়িয়ে পড়ছে আমরা নানান ভাবে মানুষের পাশে থাকছি মানুষ যেন সচেতন থাকে সেই জন্য এই লিফটের বিতরণ করছি। এভাবে মানুষের পাশে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতা কর্মীরা কাজ করে যাচ্ছে ।
এসময় ফতুল্লা থানা বিএনপির নেতা মুজিবুর রহমান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা ৬নং ওয়ার্ড বিএনপি নেতা জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আল আমীন, কুতুবপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আজগর, মহানগর ছাত্র দলের সাবেক সহ-সভাপতি জুয়েল রানা সহ অসংখ্য নেতৃবৃন্দ।