সকলের নিকট দোয়া চাইলেন অসুস্থ্য কবি ও সাংবাদিক মাসুমুজ্জামান
লাইভ নারায়ণগঞ্জ: হৃদরোগে গুরুত্বর অসুস্থ্য হওয়ায় সকলের দোয়া প্রার্থনা করেছেন কবি ও সাংবাদিক মাসুমুজ্জামান। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক বার্তায় এ দোয়া প্রার্থনা করেন তিনি।
কবি ও সাংবাদিক মাসুমুজ্জামান বাংলাদেশ পোষ্ট এর রিপোর্টার, সাপ্তাহিক পূর্ণমাত্রা পত্রিকার সম্পাদক-প্রকাশক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্য। তার সুস্থ্যতায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।
জানা যায়, গত ২০ অক্টোবর বুক ও পিঠে প্রচন্ড ব্যাথা অনুভব করলে তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে হৃদ রোগের প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় জাতীয় হৃদ রোগ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে ৩ দিন চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি তার নিজ বাড়ি সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নের (সরদার বাড়ির পশ্চিমের) এলাকায় বিশ্রামে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি গুরুতর হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়েছেন। আগামী তিন সপ্তাহ পর তাকে এনজিওগ্রাম পরিক্ষা করিয়ে রিপোর্ট দেখাতে হবে।