রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led02শিক্ষা

মওকুফ হবে গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি

লাইভ নারায়ণগঞ্জ: গণঅভ্যুত্থানে আহত সকল সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফের করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইয়ানুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের (সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আহত শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ এ বিষয়ে আবেদন করবেন। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অবিলম্বে আবেদনগুলো যাচাই করে শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফের ব্যবস্থা গ্রহণ করবেন।’

আহত শিক্ষার্থীর শিক্ষা জীবনের বর্তমান পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ও টিউশন ফি মওকুফের এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে এ সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মাশফাকুর রহমান বলেন, ‘আমরা প্রজ্ঞাপনের কথা শুনেছি। ডিসি ষ্যার বাহিরে আছেন ওনি আসলেই এই নিয়ে আলোচনা হবে। সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ি প্রয়োজনীয় সকল ব্যবস্থা আমরা গ্রহন করবো।’

RSS
Follow by Email