বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Led04আড়াইহাজার

আড়াইহাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ৩ দোকানীকে জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে ৩ দোকানীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান আড়াইহাজার সদর বাজারের অভিযান পরিচালনাকালে এই অর্থদন্ড প্রদান করেন।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে আড়াইহাজারের বিভিন্ন বাজারে ক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত মূল্য নিচ্ছে। সেই অভিযোগের কারণে আড়াইহাজার পৌর বাজারের আওলাদের মুদি দোকানে ১ হাজার টাকা, সজিবের মুরগীর দোকানকে ৫শ টাকা এবং আমজাদের সবজির দোকানকে ৫ শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এই সময় আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন উপস্থিত ছিলেন।

অভিযানে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান বিভিন্ন দোকানের মালিককে মূল্যতালিকা টানানোর জন্য সতর্ক করেন। সেই সাথে ভোক্তা অধিকার আইন না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারী দেন তিনি।

RSS
Follow by Email