বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led03স্বাস্থ্য

না.গঞ্জে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৩৫ জন আক্রান্ত

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বেড়েই চলেছে ডেঙ্গু সংক্রমণ। গত ২৪ ঘন্টায় পুরো জেলায় ৩৫ জন নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এনিয়ে নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৮০৩ জন।

জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নারায়ণগঞ্জে এ যাবৎ কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে মৃত্যর সংখ্যা আছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ি বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে ৭৪ জন। বিভিন্ন হাসপাতাল থেকে মোট ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৭২৯ জন, ২৪ ঘন্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২৯ জন।

RSS
Follow by Email