বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led05রূপগঞ্জ

রূপগঞ্জের কায়েতপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান জায়েদ আলী আটক

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকায় অভিযান চালিয়ে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জায়েদ আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। বুধবার (১৬ অক্টোবর) ঢাকার বনশ্রী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে রূপগঞ্জে রোমান মিয়া (১৭) নামে শিক্ষার্থীর হত্যা মামলার আসামি তিনি।

আটক জায়েদ আলী কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।

বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় জায়েদ আলীকে সোপর্দ করে র‌্যাব-১।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী লাইভ নারায়ণগঞ্জকে জানান, বুধবার ঢাকায় অভিযান চালিয়ে জায়েদ আলীকে আটক করে র‌্যাব-১। পরবর্তীতে বিকেলে তাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। রোমান মিয়া হত্যা মামলার আসামি তিনি।

প্রসঙ্গত, শিক্ষার্থী রোমান মিয়া (১৭) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গত ২১ আগস্ট থানায় নিহতের খালা রিনা বাদী হয়ে মামলা দায়ের করেন। নিহত রোমান মিয়া রূপগঞ্জের চনপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। সে নব কিশালয় হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিলেন।

RSS
Follow by Email