বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
Led03রাজনীতিসোশ্যাল মিডিয়া

গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তথ্য সংগ্রহে হটলাইন চালু

লাইভ নারায়ণগঞ্জ: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত নিহতদের বিভিন্ন তথ্য সংগ্রহে জন্য হটলাইন নম্বর চালু করেছে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। একইসঙ্গে ফাউন্ডেশন সম্পর্কে বিভিন্ন তথ্য জনগণকে জানানোর সুবিধার্থে ওয়েবসাইটও চালু করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এর হট লাইন নম্বর হচ্ছে – ১৬০০০। এতে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। তবে সরকারি ছুটির দিনগুলোতে এ নম্বরটি বন্ধ থাকবে।

আর ওয়েবসাইট এর ঠিকানা হচ্ছে – www.jssfbd.com। এর মাধ্যমে ফাউন্ডেশন এর কার্যক্রম সম্পর্কে জনসাধারণ সহজেই অবহিত হতে পারবেন। পাশাপাশি গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার জন্য এই ওয়েবসাইট ব্যবহৃত হবে।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ যাত্রা শুরু করে। এতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ মুগ্ধর সহোদর ভাই (জমজ ভাই) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সম্পাদক করা হয়েছে। এই কমিটির মোট সদস্য সংখ্যা ৭ জন।

RSS
Follow by Email