শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
সিদ্ধিরগঞ্জ

না.গঞ্জের শ্রমিক নেতাদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়

লাইভ নারায়ণগঞ্জ: শ্রমিক অসন্তোষ নিরসনে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তারা। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৪৫ এমএলআরএস এর অধিনায়ক লে. কর্ণেল রাসেল এর সভাপতিত্বে ৯ আর্টিলারি ব্রিগেডের ব্যবস্থাপনায় ও ৭ ফিল্ড রেজিঃ আর্টিলারি এর আয়োজনে শ্রমিক অসন্তোষ নিরসনে কী করণীয় এ সম্পর্কে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় ৫১ এমএলআরএস এর অধিনায়ক লে. কর্ণেল আহসান, ৭ ফিল্ড রেজি. আর্টিলারির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরমিন রাব্বি সহ অন্যান্য কর্মকর্তাগণ।

মতবিনিময় সভায় শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি এড. মাহবুবুর রহমান ইসমাইল, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এড. মন্টু ঘোষ, বাংলাদেশ নৌপরিবহন শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বেপারী, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সভাপতি আবু নাঈম বিপ্লব, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির জেলা সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এর সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এর নারায়নগঞ্জ জেলা সভাপতি আবু সুফিয়ান এবং নারায়ণগঞ্জ জেলা শ্রমিক জাগরণ মঞ্চ এর সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য জেসমিন আক্তার প্রমূখ।

RSS
Follow by Email