বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
রাজনীতি

বন্দরে কালী মন্দির পরিদর্শনে জামায়াতের নেতৃবৃন্দ

লাইভ নারায়ণগঞ্জ: দূর্গা পূজার জন্য উৎসবমুখর পরিবেশে গড়ার লক্ষে সাবদী শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিদর্শন করেছেন বন্দর উপজেলা জামায়াতে নেতৃবৃন্দ। বুধবার (৯ অক্টোবর) বন্দরের কলাগাছিয়া মন্দির পরিদর্শনে আসেন জামায়েতের নেতৃবৃন্দ।

মন্দির পরিদর্শন কালে বন্দর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী বলেন, আমাদের দেশে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি পাশাপাশি থাকি; এটা বিশ্বের কোথায়ও নেই। হিন্দু ভাইদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে দেশে দাঙ্গা হাঙ্গা তৈরি করার জন্য একটি বিশেষ মহল উঠে পরে লেগেছে সেই দিকে আপনারা দৃষ্টি রাখবেন। কোন অপশক্তি যেন আমাদের শান্তি বিনিষ্ট করতে না পারে।

এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ আরিফুর রহমান, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আবু আব্দুল্লাহ, কলাগাছিয়া ইউনিয়ন দক্ষিণ সভাপতি আব্দুস সালাম, সেক্রেটারী মাওলানা নূরুল আমিন, কলাগাছিয়া ইউনিয়ন পূর্ব সভাপতি কবি নজরুল ইসলাম আমিনী, কলাগাছিয়া ০৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ ইব্রাহীম খলিল, ০৫ নং ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার জসিম বিন নূর সহ অন্যান্য জামায়াতের নেতৃবৃন্দ ।

RSS
Follow by Email