বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led05রাজনীতি

ফতুল্লায় জলাবদ্ধতা: ইউএনওকে রিয়াদ চৌধুরীর স্মারকলিপি

লাইভ নারায়ণগঞ্জ: জলাবদ্ধতা নিরসনের দাবীতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ( ইউএনও) নিকট স্মারক লিপি দিয়েছে ফতুল্লা ইউনিয়নের ৪ ও ৬ নং ওয়ার্ড বাসী। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১ টার দিকে ফতুল্লা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী এলাকাবাসীর পক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিকী চৌধুরী নিকট স্মারক লিপিটি দেন।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিকী চৌধুরী বলেন, সার্ভেয়ারের সাথে কথা হয়েছে। তিনি অলরেডি ওয়ার্ক করেছেন। ড্রয়িং করে জমা দিলে তা প্রকল্পের আওতায় এনে অতি দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকরী ব্যবস্থা গ্রহণ কর হবে বলে আশ্বাস প্রদান করেন।

স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহআলম পাটোয়ারী,ফতুল্লা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আউয়াল পৌষাপুকুর পাড় পাঞ্চায়েত কমিটির উপদেস্টা মোহাম্মদ রশীদ, সভাপতি মোসলেম উদ্দিন মুসা, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান আজাদ, ব্যবসায়ী মোঃ সাইদুল,ইউপি সদস্য মাঈনুদ্দিন মিয়া, পৌষাপুকুর পাড় মসজিদ কমিটির সহ-সভাপতি হবুল মিয়া,আব্দুল কাদির, স্থানীয় মুরুব্বি জাহাঙ্গির মিয়া, তরুন ব্যবসায়ী জনি, মোঃ আসলাম,বিএনপি নেতা মান্নান, শামীম হোসেন সহ লালপুর,পৌষাপুকুর পাড়, গাবতলী, ইসদাইর, টাগারপাড়ের বাসীন্দারা।

RSS
Follow by Email