সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
ফতুল্লা

ফতুল্লায় যুবককে হত্যার চেষ্টা, যুবলীগ নেতা বিপ্লবসহ ২১ জনের নামে মামলা

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মো. সম্রাট নামে এক যুবককে গুলি করে আহতের ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লবসহ ২১ জনকে আসামি করা হয়েছে। সেই সাথে আরও ১৫-২০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) এতথ্যের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, রবিবার রাতে মো. সম্রাটের দায়ের করা মামলা রজু হয়েছে।

মামলায় জানে আলম বিপ্লব ছাড়া অন্যান্য আসামিরা হলেন, ফিরোজ মাহমুদ শ্যামা (৪২), পিতা-মৃত আমীর আলী, সাং-ইসদাইর বাজার, থানা-ফতুল্লা; শাহাদাত (৫০), পিতা-ফকির চান, সাং-কায়েমপুর, থানা-ফতুল্লা; মোঃ জুয়েল (৪৫), পিতা-বাদল, সাং-খানপুর মেইন রোড, থানা-নারায়ণগঞ্জ সদর; হান্নান সরকার (৫২), পিতা-আশরাফ আলী সরকার, সাং-বন্দর রেল লাইন, থানা-বন্দর; ষ্টান রাজু (৩৪), পিতা-নুরুল ইসলাম পাতলা, সাং-নূরবাগ, থানা-বন্দর; মুক্তার হাজী (৫৩), পিতা-মনসুর, সাং-কায়েমপুর, থানা-ফতুল্লা; মোঃ মুসলিম (৫৫), পিতা-মনসুর, সাং-কায়েমপুর, থানা-ফতুল্লা; আরাফাত (২২), পিতা-ইউসুফ, সাং-কায়েমপুর, থানা-ফতুল্লা; আলামিন (৩৫), পিতা-গফুর মেম্বার, সাং-পশ্চিম তল্লা, থানা-ফতুল্লা; শেখ কামাল (৪২), পিতা-নাজিমুদ্দীন মাষ্টার, সাং-শাহী মসজিদ, থানা-বন্দর; সম্রাট (২২), পিতা-আজহারুল ইসলাম এজা, সাং-সালেহ নগর, থানা- বন্দর; পিয়েল (৩৪), পিতা-অজ্ঞাত, মাতা-নিগার, সাং-সোনাকান্দা, থানা-বন্দর; কসাই মনির (৪৮), পিতা-বাসনা, সাং-পানির ট্যাংকি সোনাকান্দা, থানা-বন্দর; আলামিন (২৮), পিতা-জাবেদ শেখ, সাং- রূপালী বন্দর, থানা-বন্দর; মোঃ সুমন (৪৬), পিতা-মৃত আতাহার আলী, সাং-তল্লা সুপারীবাগ, থানা-ফতুল্লা; খান মাসুদ (৪০), পিতা- সামসুদ্দিন খান, সাং-খান বাড়ি, থানা-বন্দর; জাহিদুল ইসলাম (৩৪), পিতা-জয়নাল আবেদিন, সাং- চিটাগাং রোড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, (স্থায়ী ঠিকানা- ররুড়া, কুমিল্লা); রবিউল (২৪), পিতা-মোঃ অহিদ, সাং-সম্মানদী, থানা- সোনারগাও; তাফসির (২২), পিতা-সানাউল্লাহ সানু, সাং-সোনাকান্দা, থানা-বন্দর।

মামলার এজহারে মো. সম্রাট অভিযোগ করেন, জুলাই মাসের ১৯ তারিখে ফতুল্লার হাজী কমর আলী স্কুলের পূর্ব পাশে ছাত্র জনতার আন্দোলনরত অবস্থায় মামলার আসামিরা সম্রাটের উপর গুলি বর্ষণ করে। এতে করে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

RSS
Follow by Email