রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
সাহিত্য

রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা পেলেন সাংবাদিক এনামুল হক প্রিন্স

লাইভ নারায়ণগঞ্জ: রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা পেয়েছেন সাংবাদিক এএসএম এনামুল হক প্রিন্স। সাহিত্য ক্যাটেগোরির কবিতায় এ সম্মননা পান তিনি।

শুক্রবার (৪ আক্টোবর) রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চিত্রশিল্পী মামুন হোসাইন সনদপত্র তুলে দেন এএসএম এনামুল হক প্রিন্সের হাতে।

এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্বোধক সাউথ ইষ্ট ব্যাংক লি. অবসরপ্রাপ্ত ব্যাংক নির্বাহী সাইফুল ইসলাম, প্রাবন্ধিক তারাপদ আচার্য্য, ব্যবসায়ী মাহমুদুল হাসান, গবেষক হাসান রাউফুন, কবি দীপক ভৌমিক, রৌদ্রছায়ার প্রধান উপদেষ্টা কবি ও সাংবাদিক রনজিৎ মোদক, সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন রৌদ্রছায়ার প্রকাশক লেখক আহমেদ রউফ।

RSS
Follow by Email