রবিবার, অক্টোবর ৬, ২০২৪
অর্থনীতিআদালত

কারসাজি করে ডিমের মূল্য বেশী রাখায় ফতুল্লায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) ফতুল্লা বাজার ও দক্ষিণ সিয়াচর এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

তিনি জানান, রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ পাকা রশিদে লিখিত মূল্যের সাথে এস এম এসে প্রদানকৃত মূলের পার্থক্য থাকার কারসাজি করার দায়ে। মেসার্স সাদ এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৪০ হাজার টাকা এবং মেসার্স হীরা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা পুলিশের একটি টিম, জেলা ক্যাবের প্রতিনিধি এবং বাজার কর্মকর্তার প্রতিনিধি।

RSS
Follow by Email