রূপগঞ্জে পূজা মন্ডপে নিরাপত্তায় কাজ করছে যুবদলের নেতাকর্মীরা
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার পাশাপাশি কাজ করছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের নির্দেশনায় উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে ৪টি ইউনিয়নে নিরাপত্তায় কাজ করবেন নেতৃবৃন্দ।
শনিবার (৫ অক্টোবর) রাতে রূপগঞ্জ সদর ইউনিয়নের কেয়ারিয়া, ইছাপুরা ও ব্রাহ্মনখালীর ৫ টি পূজামন্ডপ ও মন্দিরের কমিটি সদস্য ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে মতবিনিময় সভা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, কেয়ারিয়া স্বর্ণপূরী রাধা গোবিন্দ দূর্গা মন্দির পূজা উৎযাপন কমিটির সভাপতি এড. শুভাষ মাস্টার, উত্তরপাড়া কালি মন্দির সভাপতি হরি আনন্দ,যুবদল নেতা রুবেলসহ বিএনপি নেতৃবৃন্দ ।
এ সময় রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম বলেন, মুসলিম হিন্দু আমরা ভাই ভাই। সবাই সবার পাশে থেকে একে অপরকে সহযোগীতা করে আমরা বাংলাদেশী নাগরিক হিসেবে বাস করবো। এখানে কেউ নাশকতা করে, ধর্মীয় উস্কানি দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চাইলে কঠোরভাবে দমন করবো, পাশাপাশি আইনের হাতে তুলে দেব।