বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
রাজনীতি

রাজনৈতিক কালচারে ভালো ছেলে-মেয়েদের বেছে নেওয়া হচ্ছে: রনি

লাইভ নারায়ণগঞ্জ: জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক কালচারকে উত্তোলন করার জন্য, দেশনায়ক তারেক রহমান ওয়ার্ড, থানা, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে ভালো ভালো ছেলে মেয়েদের বেছে নিচ্ছেন।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় ঈদগা মাঠে দ্বিতীয় স্বাধীনতা উপলক্ষে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এসময় বিশেষ অতিথির এক বক্তব্য এ বলেন রনি।

তিনি বলেন, তেমনি মহানগর ছাত্রদলের মধ্যে রাজীবের মধ্যে তারেক রহমান যেমন গুণা বলেছেন তেমন গুণাবলীই দেখতে পাই। দ্বিতীয় স্বাধীনতার উপলক্ষে আমাদের ছাত্রদল এই টুর্নামেন্টের আয়োজন করেছে। এই কর্মসূচি আয়োজন করেছে তোলারাম কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাজীব। তার প্রতিটি কর্মসূচি একটু ব্যতিক্রম হয়ে থাকে। তোলারাম বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব হওয়ার পরে এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পেরেছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন, প্রধান আলোচক হিসেবে ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

RSS
Follow by Email