বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led04জেলাজুড়েফতুল্লা

ফতুল্লায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় একটি পোশাক কারখানার ভবন থেকে পড়ে হাসিব মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) ফতুল্লার ভোলাইলে এর আর গ্রুপ নামে একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। কারখানাটির ১০তলা ভবনে কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহত হাসিব চাপাইনবাবগঞ্জের শিবপুর ইউনিয়নের ছোট সুরতাপুর গ্রমের আব্দুল নেওয়াজের ছেলে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম সিদ্দিক লাইভ নারায়ণগঞ্জকে জানান, পোশাক কারখানায় নির্মাণ করছিলেন হাসিব মিয়া। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পা পিছলে ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার স্বজনদের খবর দেয়া হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

RSS
Follow by Email