বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
জেলাজুড়েরাজনীতি

প্রয়াত এমপি সিরাজুল ইসলামের স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী পালন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য কমান্ডার সিরাজুল ইসলামের স্ত্রী রহিমা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) মরহুমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী পবিত্র কোরআন খানি, গরীবভোজ ও দোয়া মাহফিল সহ নানা আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে অংশ নেন মরহুমার কণ্যা জেলা মহিলা দলের সহ-সভাপতি সায়মা সুলতানা জেবিন, জামাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতি খন্দকার মাহমুদুল হাসান আরমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাকে কাউন্সিলর আজহার হোসেন, ২২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও বিএনপি নেতা সুলতান আহাম্মদ ভূইয়া, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম যোশেফ, মরহুমার ভাতিজি ইভা, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, ২২নং ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল ইসলাম ভূইয়া পনির, মাহাবুব হোসেন,২০নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, বিএনপি নেতা মোঃ মুরাদ হোসেন, মোঃ মিলন, মোঃ আলী আকবর ও মোঃ রানাসহ মরহুমের আত্নীয়-স্বজন এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন দেওভোগ খানকা শরীফের পেশ ইমাম হাফেজ মোঃ মিলন।

RSS
Follow by Email