রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
Led02অর্থনীতি

ফতুল্লায় হামিদ ফ্যাশনের শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

লাইভ নারায়নগঞ্জ: ফতুল্লায় একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে পৌনে ১১ টা পর্যন্ত ঢাকা -নারায়ণগঞ্জ পুরাতন সড়কে পোস্ট অফিস বাসস্ট্যান্ড এলাকায় হামিদ ফ্যাশন নামের পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক ওই বিক্ষোভ করেন।

এতে সড়কে উভয় দিকে কয়েক কিলোমিটার পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

পোশাক কারখানার শ্রমিকেরা জানান, মালিকপক্ষ গত দুই মাস যাবৎ বেতন দিচ্ছেনা। আজ (বৃহস্পতিবার) বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও সকাল সাড়ে সাতটার দিকে যখন শ্রমিকেরা কারখানায় প্রবেশ করেন তখন তাদের জানানো হয় আজ বেতন দিবেনা মালিক কতৃপক্ষ। এতে করে শ্রমিকরা সকাল ৮ টার দিকে কারখানা থেকে বেরিয়ে ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কে বিক্ষোভ করে।

সংবাদ পেয়ে সকাল পৌনে ১১ টার দিকে সেনাবাহিনী , পুলিশও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভরত শ্রমিকদের সাথে কথা বলে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। ফলে যান চলাচল স্বাভাবিক হয়।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) সোলায়মান মাহমুদ জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সকাল পৌনে১১ টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। সংবাদ পেয়ে সেনাবাহিনী,পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মালিকপক্ষের সাথে তারা আলোচনায় বসেন। শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবী পেশ করেন। তাদের দাবীর পরিপ্রেক্ষিতে চলতি মাসের ২৬ তারিখে সকল বকেয়া বেতন পরিশোধ করা হবে। এবং অপর দাবী নিয়ে ২৮ তারিখ কারখানার মালিকের সাথে বসা হবে। যদি সেদিন না বসা হয় তাহলে ২৯ তারিখ বসে শ্রমিকদের বাকী দাবী নিয়ে আলোচনায় আসা হবে।

RSS
Follow by Email