শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
Led01জেলাজুড়েবিশেষ প্রতিবেদনসদর

বৈরী আবহাওয়ায় স্থবির নগরী

লাইভ নারায়ণগঞ্জ: বৈরী আবহাওয়ায় নাকাল জনজীবন। সকাল থেকে গুঁড়ি বৃষ্টি ও ধমকা বাতাসের কারণে স্থবির হয়ে পড়ছে কর্মজীবি মানুষেরা। কর্মস্থলে সময়মতো পৌছানোর চাহিদায় কর্মজীবিরা অধিকাংশই ব্যবহার করছে রিকশা, অটোর ও সিএনজির মতো গণপরিবহন। এতে নগীরর প্রধান সড়কগুলোর সাথে অলিগলিতেও বাড়ছে যানবাহনের চাপ, সৃষ্টি হচ্ছে যানজট। নগরবাসীর মূল্যবান কর্মঘন্টা নষ্ট হচ্ছে পথেই।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সরেজমিনে নগরীর চাষাঢ়া, ২নং রেল গেট, কালির বাজর এলাকায় দেখা যায় এমন চিত্র।

বৃষ্টির সাথে যানজট এ যেন এক অবধারিত নিয়তি। ভাপসা গরমের পর গতকাল রাত গুড়ি বৃষ্টিতে নগরীতে কিছুটা স্বস্তি নামলেও বেড়েছে ভোগান্তি। এদিকে বৃষ্টির কারণে নিজের রুজিরুটির পসড়া সাজিয়ে বসতে পারেনি হকাররা। জীবন-জীবিকা নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তারা। সড়কে যানজট, ফুটপাতে কাঁদা ও অলিগলিতে জলাবদ্ধতা সব মিলিয়ে এ যেন এক হ-জ-ব-র-ল অবস্থা।

আবহাওয়ার বিভিন্ন ওয়েবসাইট বলছে, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকার আকাশ সোমবার পর্যন্ত মেঘলা থাকবে। অনবরত গুড়ি বৃষ্টির আশংকা থাকবে। এছাড়া এসব এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে বয়ে আসা বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১ থেকে ১৪ কিলোমিটার।

RSS
Follow by Email