রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
Led02অর্থনীতিগণমাধ্যম

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মোহাম্মদ হাতেমের সৌজন্য সাক্ষাত

# না.গঞ্জের উন্নয়নে প্রেসক্লাবের সহযোগীতা চাই: বিকেএমইএ সভাপতি হাতেম
# না.গঞ্জের উন্নয়নে প্রেসক্লাব সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: প্রেসক্লাব সভাপতি দিপু
# গার্মেন্টস বন্ধ করার জন্য পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা ষড়যন্ত্র করছে: প্রেসক্লাব সেক্রেটারী জীবন
# সাংবাদিকদের কলম সত্যের পক্ষে সব সময় থাকবে: আবু সাউদ মাসুদ

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)’র সভাপতি মোহাম্মদ হাতেম সৌজন্য সাক্ষাৎ করেছেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে উপস্থিত হয়ে ক্লাবের কার্যকরী পরিষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় মোহাম্মদ হাতেমকে প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

শুভেচ্ছা বিনিময় কালে মোহাম্মদ হাতেম বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নে প্রেসক্লাবের ভূমিকা অপরিসীম, তাই নারায়ণগঞ্জের উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা চাই। সকলের জন্য একটা আশ্রয়স্থল হলো প্রেসক্লাব। এই প্রেসক্লাবকে সর্বদা নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
এছাড়া, সর্বদা সাংবাদিকদের পাশে থাকারও অঙ্গীকার ব্যক্ত করেন সফল এই ব্যবসায়ী নেতা।

প্রেসক্লাব সভাপতি আরিফ আলম দিপু বলেন, সবাইকে নিয়েই আমরা চলতে চাই, নারায়ণগঞ্জের উন্নয়নে প্রেসক্লাব সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আগামীতেও যা অব্যাহত থাকবে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, নারায়ণগঞ্জ হলো একটি শিল্প নগরী। বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি হলো গার্মেন্টস শিল্প। এর মধ্যে নিট গার্মেন্টেসের প্রাণ কেন্দ্র নারায়ণগঞ্জ, ওভেন গার্মেন্টস হলো গাজীপুরে। এই দুই এলাকায় প্রায় কোটি উপরে শ্রমিক কাজ করে। এগুলো বন্ধ করার জন্য পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে বা ষড়যন্ত্র করছে। এগুলো প্রতিহত করার জন্য নারায়ণগঞ্জের সাংবাদিকরা বিকেএমইএ ও নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের পাশে সব সময় শক্ত হয়ে পাশে থাকবে। তারা যখনি আমাদের কিছু জানাবে আমরা সত্যতার বিত্তিতে তুলে ধরবো। আমরা নারায়ণগঞ্জে ব্যবসা ক্ষতিগ্রস্থ হতে দিবো না। কলম নিয়ে আমরা ব্যবসায়ীদের পাশে থাকবো।

কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ বলেন, এ জেলার ব্যবসায়ীরা যেন কোন চাঁদাবাজীর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, কোন শিল্প কল কারখানার উৎপাদন যেন ব্যহত না হয়, সে দিকে আমাদের কলম বলিষ্ঠ ভুমিকা রাখবে। সাংবাদিকদের কলম সত্যের পক্ষে সব সময় থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, আব্দুস সালাম, একেএম মাহফুজুর রহমান, আফজাল হোসেন পন্টিসহ নেতৃবৃন্দ।

RSS
Follow by Email