রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
Led03জেলাজুড়েরাজনীতিসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে রাজু নিহতের ঘটনায় শেখ হাসিনা-শামীমসহ ৪০ জনের নামে মামলা

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী আন্দোলনে সৈয়দ মোস্তফা কামাল রাজু নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক এমপি শামীম ওসমানসহ ৪০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) নিহতের স্ত্রী আকলিমা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি এ.কে.এম শামিম ওসমান, সাবেক এমপি পুত্র অয়ন ওসমান, সাবেক এমপি পুত্র আজমেরী ওসমানসহ ৪০ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। সেই সাথে অজ্ঞাতনামা ১৫০-২০০ জন আসামি করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন।

বাদী আকলিমা আক্তার অভিযোগ করেন, ২০ জুলাই বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু হলে স্বৈরাচারী আওয়ামী ও অন্যান্য সংগঠনের নেতা-কর্মী গন ব্যাপক নিপীড়ন ও নির্যাতন শুরু করে। এক পর্যায়ে, সিদ্ধিরগঞ্জ থানাধীণ ঢাকা-চট্টগ্রাম মহাসরকের ডাচ্ বাংলা ব্যাংক এর পিছনে, দাবি আদায়ে লোকজন সমাবেত হইলে ১, ২, এবং ৩ নং আসামির নির্দেশ ও হুকুমে উল্লেখিত অন্যান্য আসামীগণ বিভিন্ন আগ্নেয়াস্ত্র, পিস্তল, বন্দুক, রাইফেল, লোহার রড, রাম-দা, চাঁপাতি ও ধারালো বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রসহ এবং প্রাণ বিধাংশকারী বিক্ষোয়ক ককটেল সহ হত্যার উদ্দেশ্যে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। আগ্নেয়াস্ত্র দ্বারা এলোপাথারিভাবে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়লে আমার স্বামী সৈয়দ মোস্তফা কামাল রাজু (৩৬), মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে রাত ৮টার দিকে ঢাকা ম্যাডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

মামলায় নামীয় আসামিরা হলেন-

১। শেখ হাসিনা (সাবেক প্রধানমন্ত্রী), পিতা- মৃত শেখ মুজিবর রহমান, সাং- ধানমন্ডি ৩২, থানা- ধানমন্ডি,
২। আসাদুজ্জামান খাঁন কামাল (৭৩) সাবেক সরাষ্টমন্ত্রী, পিতা- আশরাফ আলী খান, সাং-মনিপুরি পাড়া, খানা তেজগাও, উভয় জেলা- ঢাকা,
৩। ওবায়দুল কাদের (৭২) সাবেক সেতুমন্ত্রী, পিতা- মোশারফ হোসেন, সাং- বড় রাজাপুর, কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালী
৪। এ.কে.এম শামিম ওসমান (৬৪), পিতা-মৃত এ.কে.এম শামসুজ্জোহা, সাং- ৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, নাঃগঞ্জ
৫। শাহ নিজাম (৫৬), পিতা- শাহ নুর উদ্দিন সাং- চাষাড়া নাঃ গঞ্জ,
৬। আলহাজ্ব মোঃ মজিবর রহমান (৭৮) পিতা- মৃত রজ্জব আলী, সাং মিজমিজি,
৭। ইয়াসিন (৬২), পিতা- মুলফত আলী, সাং- মিজমিজি, সিদ্ধিরগঞ্জ,
৮। আজমেরি ওলমান (৪৫), পিতা- মৃত নাসিম ওসমান, সাং- ৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, নাঃগঞ্জ,
৯। অয়ন ওসমান (৩৭), পিতা- এ.কে.এম শামিম ওসমান, সাং-৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, নাঃগঞ্জ,
১০। মতিউর রহমান মতি (৫৫), পিতা- মৃত বাদশা মিয়া,
১১। আশরাফ (৪৮), পিতা- বাচ্চু মিয়া,
১২। পানি আক্তার (৩৮), পিতা- আবদুল করিম,
১৩। মানিক মাষ্টার (৪৮), পিতা- মাইন উদ্দিন
১৪। ভাগিনা মামুন (৪০), পিতা- আতাউর রহমান মাষ্টার, সর্বসাং- আইলপাড়া, সুমিলপাড়া,
১৫। নুরউদ্দিন মিয়া (৫৫), পিতা- মৃত বদরউদ্দিন,
১৬। শাহজালাল বাদল (৪২), পিতা- দুর সালাম উভয় সাং-শিমরাইল, চিটাগাংরোড,
১৭। আব্দুল হাই মেম্বার (৬০), পিতা- মাইনউদ্দিন সাং-ওয়াবদা কলোনী,
১৮। সামাদ ব্যাপারি (৫২), পিতা- আঃ মান্নান ব্যাপারি সাং- পাইনাদী, সিদ্ধিরগঞ্জ,
১৯। মোঃ রাহাত (৩৫), পিতা- রুহুল আমিন, সাং- হিরাকীন,
২০। নুরুজ্জামান জ্বজ মিয়া (৫৫), ২০। নুর সালাম (৬৫),
২১। নুরুল হক (৫৩), সর্বপিতা- বথরুদ্দিন, সাং- টেকপাড়া, সিমরাইল,
২২। মোঃ আলী (৫৮), পিতা আফিরউদ্দিন, সাং- টেকপাড়া, সিমরাইল,
২৩। বাবু (৩৬), পিতা-মৃত আতাউর রহমান, সাং-মুনলাইট,
২৪। মাহাবুব (৫৫),
২৫। মোঃ ওহাব (৪৫) উভয়- পিতা-আনোয়ার হোসেন, পাঠনগুনী,
২৬। রুহুল আমিন মোল্লা (কাউন্সিলর) (৪৮), পিতা- অজ্ঞাত, সাং- ধনকুন্ডা, গোদনাইল,
২৭। সফিকুল ইসলাম (৪৫), পিতা- শহিদুল ইসলাম, সাং- মিজমিজি পশ্চিমপাড়া,
২৮। ল্যাংড়া খোকন (৫০) পিতা- অজ্ঞাত, কাউন্সিলর, ১০ নং ওয়ার্ড, সাং- গোদনাইল, আরামবাগ,
২৯। হাসান (৩২),পিতা-আঃ হাই, সাং-ওয়াপদা কলোনী, সর্বথানা সিদ্ধিরগঞ্জ,
৩০। মোবারক হোসেন কদল খান (৪৫), পিতা-মৃত মহিউদ্দিন, সাং-উউলসন রোড, খানা-বন্দর,
৩১। রাজু আহম্মেদ (৪৮), পিতা-অজ্ঞাত, সাং-সন্তাপুর, খানা- ফতুল্লা,
৩২। আকির হোসেন কন্ট্রাকটর (৬০), পিতা-মাইজুদ্দিন, সাং-আটি,
৩৩। মুজাফ্ফর (৪৪), পিতা-আঃ রশিদ, সাং-সাইপোগেইট,
৩৪। ওমর ফারুক (৫০), সাবেক কাউন্সিলর, পিতা- মোঃ ইউনুস, সাং-হিরায়ীল,
৩৫। মোঃ ফারুক (৫০), পিতা- কফিলউদ্দিন, সাং-সানার পাড়,
৩৬। আঃ আউয়াল (৫৮), পিতা- আঃ রহমান, সাং- আটি,
৩৭। বশিরউদ্দিন বসু (৪০), পিতা- আলচাঁন, সাং- কলাবাগ পশ্চিম,
৩৮। নাহিদ হোসেন সেন্টু (৩৮), পিতা- পবন ব্যাপারী, সাং- নুতন বাজার,
৩৯। রিদয় (৩৮), পিতা- ভাঙ্গারী বাবুল, সাং-কদমতলী,
৪০। (তানভির গাজী (৩৫), পিতা-বড় আইনুল, সাং- আইলপাড়া, সর্ব থানা- সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নাঃ গঞ্জ

RSS
Follow by Email