রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led05রাজনীতি

সংবিধান পরিবর্তনসহ বিভিন্ন দাবীতে গণসংহতি নেতৃবৃন্দের লিফলেট বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: বর্তমান সংবিধান পরিবর্তনসহ বিভিন্ন দাবীতে শহরে লিফলেট বিতরণ করেছে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নেতাকর্মীরা। সোমবার (২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন এলাকায় তারা এই লিফলেট বিতরণ করেন।

এসময় গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজনের নেতৃত্বে উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলার প্রচার সম্পাদক শুভ দেব, নারী সংহতি জেলার আহ্বায়ক নাজমা বেগম, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জর সদস্য আলমগীর হোসেন আলমসহ নেতৃবৃন্দ।

এ বিষয়ে তরিকুল সুজন বলেন, গত ৫তারিখ একটি গণঅভুথ্যানের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। স্বৈরাচার সরকারের কারণে দীর্ঘদিন ধরে জনগন তাদের ভোটাধীকার প্রয়োগ করতে পারে নেই। এর প্রধান কারণ হলো সরকারি দল বিভিন্ন হামলা-মামলা ও নির্যাতনের মাধ্যমে তারা বিরোধী দলকে রাজনীতি ছাড়া করায়। তাই আমরা মনে করি, বাংলাদেশের সংবিধানকে পুনর্গঠন করতে হবে। এটা না করলে দল-মত নির্বিশেষে আগামীর বাংলাদেশ তৈরি করা সম্ভব নয়। সেই লক্ষ্যে আমরা বিভিন্নন শ্রেনী পেশার মানুষের মাঝে আজ লিফলেট বিতরণ করেছি।

RSS
Follow by Email