বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
জেলাজুড়েবন্দর

নবীগঞ্জে যানবাহন থেকে চাঁদা বন্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর থানার কামাল উদ্দিনের মোড়ে অটোরিকশা, মিশুক, সিএনজি,ট্রাক থেকে চাদাঁ বন্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) এনসিসির ২৪ নং ওয়ার্ড এলাকায় কদমরসূল সরকারী কলেজ ও নাজিমুদ্দিন ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা সহ বিক্ষুব্ধ জনতা এ পথসভা করে।

সভায় সাধারণ মানুষদের থেকে অনেকেই অভিযোগ করেন, মিশুক, সিএনজি, ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহন থেকে প্রতিনিয়ত অন্যায়ভাবে চাঁদা আদায় করা হচ্ছে । স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত বেবি ট্রেক্সি, নসিমন ইজারা নিয়ে আসলেও রিক্সা, মিশুক, অটোরিকশা থেকে দিন রাত চব্বিশঘণ্টাই আদায় করে চাদাঁ।

এসময় অটো চালক জাহাঙ্গীর বলেন আমি সারাদিন অটোরিকশা চালাইয়া ৫০০ থেকে ৭০০ টাকা আয় করলে, তাদের চাদাঁ দিতে হয় প্রতিদিন ১২০ টাকা। এতে করে অনেক কষ্টে জীবন যাপন করতে হয়।

RSS
Follow by Email