বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
জেলাজুড়েফতুল্লারাজনীতি

জলাবদ্ধতা নিরসনে গণসংহতি ‘ভোগান্তি দেখার জনপ্রতিনিধিদের সময় নেই’

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার লালখা এলাকার জলাবদ্ধতা নিরসনে সমাবেশের আয়োজন করেছে গণসংহতি আন্দোলন। শুক্রবার (৩০ আগস্ট) বাদ জুম্মা ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে লালখা এলাকায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় কুতুবপুর ইউনিয়ন গণসংহতি আন্দোলনের ৯নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা প্রচার সম্পাদক ও এলাকার বাসিন্দা শুভ দেব। সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলার অর্থ সম্পাদক মেহেদি হাসান উজ্জ্বল, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাবিত আল হাসান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর, অর্থ সম্পাদক মোঃ শাহীন মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আব্দুর রহমান গাফফারি, এলাকাবাসী মোকলেস মৃধা, জালাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে শুভ দেব বলেন, ফতুল্লায় জলাবদ্ধতা সমস্যা মানুষের নিয়তিতে পরিণত হয়েছে। একে তো রাস্তাঘাটের চরম দুর্দশা। তার উপর শীত-গ্রীষ্ম-বর্ষা নেই রাস্তায় পানি জমে থাকে। ড্রেনেজ ব্যবস্থার ঠিক নেই, সাধারণ মানুষের ভোগান্তি দেখার জনপ্রতিনিধিদের সময় নেই। তার উপর এলাকায় দুটো ডাইং তাদের ব্যবহৃত ক্যামিকেল যুক্ত পানি প্রতিদিন রাস্তায় ছেড়ে দেয়। এসব নিয়েই দিনের পর দিন মানুষকে বসবাস করতে হচ্ছে। পঁচা-দূর্গন্ধযুক্ত পানিতে হাঁটতে হাঁটতে মানুষের পায়ে ঘা হয়ে যাচ্ছে। এসব থেকে আমরা মুক্তি চাই। অনতিবিলম্বে এই এলাকা সহ সমগ্র ৯নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে মেম্বারকে উদ্যোগ নিতে হবে। ডাইং মালিকদের সাথে কথা বলতে হবে। আমরা চাই না কারো ব্যবসায়ের ক্ষতি হোক। কিন্তু তাদের জন্য এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হলে এর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

RSS
Follow by Email