জাতীয় প্রেসক্লাবের সদস্য হওয়ায় বাবলা, সুমন ও রুবেলকে বন্দর প্রেসক্লাবের অভিনন্দন
লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় প্রেসক্লাবে নারায়ণগঞ্জের মোরসালিন বাবলা, কামালউদ্দিন সুমন ও মাইদুর রহমান রুবেল সদস্য পদ লাভ করায় অভিনন্দন জানিয়েছেন বন্দর থানা প্রেসক্লাব। বুধবার (২৮ আগস্ট) বন্দরের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু ও সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া এক বার্তার মাধ্যমে এ শুভেচ্ছা জানায়।
বার্তা উল্লেখ করা হয়, ‘গণমাধ্যমকর্মীদের সর্বোচ্চ প্লাটফর্ম জাতীয় প্রেসক্লাবে নারায়ণগঞ্জের তিন সাংবাদিক যথাক্রমে মোরসালিন বাবলা,কামালউদ্দিন সুমন ও মাইদুর রহমান রুবেল সদস্য পদ লাভ করায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু ও সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়াসহ সকর্ল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। প্রেরিত এক বার্তায় ক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক শামীম হাসান হৃদয় উল্লেখ করেন,মোরসালিন বাবলা, কামালউদ্দিন সুমন ও মাইদুর রহমান রুবেল জাতীয় প্রেসক্লাবে সদস্য পদ লাভ করায় তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেই মুহুর্তে কতিপয় গণমাধ্যমকর্মী জেলার সম্মান কিছুটা ক্ষুন্ন করেছে ঠিক সেই মুহুর্তে এই তিন সন্তান জেলার সম্মান সমুজ্জল করেছে। নারায়ণগঞ্জকে তারা যোগ্যতার সাথে রিপ্রেজেন্ট করেছে। এজন্য তাদেরকে ক্লাবের সকলের হৃদয়ের গহীণ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। তারা এই তিন বীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূসহ সর্বাঙ্গীন সফলতা কামনা করেছেন।’