বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led01আদালতজেলাজুড়েরাজনীতিরূপগঞ্জ

রোমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজী ৬ দিনের রিমান্ডে

লাইভ নারায়ণগঞ্জ: নারয়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। রবিবার (২৫ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মোহসীন এ আদেশ দেন। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুর রশিদ।

তিনি বলেন, রূপগঞ্জের স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীর ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন আইনজীবী। শুনানি শেষে বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। পরে তাকে নারায়ণগঞ্জের আদালতে তোলা হয়।

RSS
Follow by Email