সোমবার, নভেম্বর ১১, ২০২৪
Led05ধর্ম

জন্মাষ্টমী উপলক্ষে এসপির সাথে পূজা উদযাপন নেতৃবৃন্দের মতবিনিময় সভা

লাইভ নারায়ণগঞ্জ: আগামী ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। জন্মাষ্টমীর উৎসব সফলভাবে আয়োজনের লক্ষ্যে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফার রাসেলের সাথে মত বিনিময় করেছেন জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল আগত নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, আসন্ন জন্মাষ্টমী উৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় এড়াতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কোন প্রকার গুজবে কান না দিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী আয়োজনে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সফলভাবে আয়োজন করতে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ পুলিশের সহযোগিতা কামনা করেন এবং পুলিশ সুপারকে জন্মাষ্টমীর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, নারায়ণগঞ্জ জেলা হিন্দুবৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত সাবেক ট্রাস্টি ও জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিতোষ কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাসুদেব চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শ্যামল বিশ্বাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হিমাদ্রি সাহা হিমু, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য প্রমুখ।

RSS
Follow by Email