সিদ্ধিরগঞ্জে মিলন হত্যা: শেখ হাসিনা-শামীম ওসমান সহ আসামিদের তালিকা
লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জে মিলন হত্যা মামলায় আসামী করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি শামীম ওসমানসহ ৬২জনকে। ১৮ আগস্ট এ হত্যা মামলার বাদি ছিলেন নিহতের স্ত্রী শাহনাজ। পাঠকের সুবিধার্থে এ হত্যা মামলায় যারা আসামী হলেন তাদের নাম তুলে ধরা হলো।
আসামীরা হলেন,
১. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
২. সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (৭৩),
৩. সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২),
৪. সাবেক সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান(৬৪),
৫. সাবেক সংসদ সদস্য মৃত নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমান (৪৫),
৬. সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান(৩৭),
৭. সদর উপজেলার ১৩০ ডি এন রোড এলাকার মৃত দিজেন্দ্র কুমার শাহার ছেলে এড. খোকন শাহা (৫৫),
৮. ৪২ আল্লামা ইকবাল রোড এলাকার সাদ্দাদ আলীর ছেলে এড. ওয়াজেদ আলী খোকন(৫৫),
৯. সদরের উত্তরচাষাড়া এলাকার ছনুরদ্দিনের ছেলে মোঃ জালাল উদ্দিন(৬৫)
১০. ২৩ নং আল্লামা ইকবাল রোডের ফোরকান মোল্লার ছেলে এড. হাসান ফেরদৌস জুয়েল(৫৬),
১১. বন্দর কলাগাছিয়া এলাকার মহিউদ্দনের ছেলে এড. মোঃ মহসিন মিয়া(৫৪),
১২. চাষাড়া এলাকার শাহ নুর উদ্দিনের ছেলে শাহ নিজাম(৫৬),
১৩. একই এলাকার শাহাদাৎ হোসেন সাজনু (৪৯),
১৪. জাকিরুল আলম হেলাল (৫৭),
১৫. সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকার মুলফত আলীর ছেলে ইয়াসিন (৬২),
১৬. একই এলাকার মৃত রজ্জব আলীর ছেলে মোঃ মজিবর রহমান (৭৮),
১৭. পার্শ্ববর্তী এলাকা আইলপাড়া সুমিলপাড়ার মৃত বাদশা মিয়ার ছেলে মতিউর রহমান মতি(৫৫),
১৮. সিদ্ধিরগঞ্জ ওয়াপদা কলোনীর সিরাজুল ইসলামের ছেলে সহিদ হাসান বিটু (৬২),
১৯. একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে আশরাফ(৪৮),
২০. আবদুল করিমের ছেলে পানি আক্তার(৩৮),
২১. মাইন উদ্দিনের ছেলে মানিক মাষ্টার (৪৮),
২২. লালমিয়ার ছেলে ভাগিনা মামুন(৪০),
২৩. চিটাগাংরোড শিমরাইল এলাকার মৃত বদরউদ্দিনের ছেলে নুরউদ্দিন মিয়া(৫৫),
২৪. একই এলাকার নুর সালামের ছেলে শাহজালাল বাদল (৪২),
২৫. ওয়াবদা কলোনী এলাকার মাইনউদ্দিনের ছেলে আব্দুল হাই মেম্বার(৬০),
২৬. গোদনাইল এস ও রোড এলাকার লাল মিয়ার ছেলে সিরাজ মন্ডল(৫০),
২৭. কুতুবপর এলাকার আমির আলীর ছেলে মনিরুল আলম সেন্টু(৫৫),
২৮. সিদ্ধিরগঞ্জের সোনা মিয়াবাজার এলাকার নাজিমউদ্দিন মুন্সির ছেলে মাইয়্যা কাদির (৫৫),
২৯. একই উপজেলার পাইনাদী গ্রামের আঃ মান্নান ব্যাপারির ছেলে সামাদ ব্যাপারি (৫২),
৩০. ওয়াবদা কলোনী এলাকার আহসান উল্লাহর ছেলে হাবিবুল্লাহ হবুল(৫০),
৩১. মিজমিজি এলাকার হাজী ইউনুসের ছেলে মোঃ ফারুক (৪৮),
৩২ . বন্দরের কড়ই বাড়ি বারপাড়া এলাকার সামসুল হকের ছেলে সাদেক আলী (৬২),
৩৩. ফতুল্লার মোজাম্মেলের ছেলে মীর সোহেল (৫৩),
৩৪. কুতুবপুর নন্দলালপুর এলাকার হাফিজউদ্দিনের ছেলে দেলোয়ার(৫৪),
৩৫. একই এলাকার মৃত নামিউদ্দিনের ছেলে হারুনুর রশিদ (৪৭),
৩৬. মৃত জুলহাস মুন্সির ছেলে দেলোয়ার হোসেন (৪৮),
৩৭. সিদ্ধিরগঞ্জের মুলুকচানের ছেলে কবির হোসেন (৫০),
৩৮. ফতুল্লার ইটাখোলা এলাকার আতাউর রহমানের ছেলে মতিউর রহমান সাগর (৩৭),
৩৯. সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকার মুলফত আলীর ছেলে আবু বকর সিদ্দিক (৫৭),
৪০. গোদনাইল এলাকার আবুল হোসেনের ছেলে শরীফ হোসেন (৫০),
৪১. মুনলাইট এলাকার ইউসুফ মিয়ার ছেলে হান্নান (৪২),
৪২. পাইনাদী নতুন মহল্লা এলাকার মুনসুর আহমেদের ছেলে মইন (৪৮),
৪৩. ফতুল্লা এলাকার মীর সোহেল (৪৫),
৪৪. মিজমিজি এলাকার আবু সাইদের ছেলে টাইগার ফারুক (৪৫),
৪৫. নতুন বাজার হাজী বাড়ি এলাকার মোঃ আলীর ছেলে সেলিম মজুমদার (৪৫),
৪৬. সিদ্ধিরগঞ্জ কদমতলী মধ্যপাড়া এলাকার জয়নালের ছেলে জামাল(৪০),
৪৭. সোনামিয়া বাজার এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে বিল্লাল হোসেন রবিন (৪৫),
৪৮. কদমতলী এলাকার হুমায়ুন কবিরের ছেলে তানজিম কবির সজু (৪০),
৪৯. আদমজী নতুন বাজার এলাকার সামসুল হকের ছেলে হাবিবুর রহমান হাবু(৫০),
৫০. সোনামিয়া বাজার এলাকার আব্দুর রবের ছেলে শুজা লিটন (৪৫),
৫১. ভূমিপল্লি এলাকার মকবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম(৪৯),
৫২. সানার পাড় বাঘমারা এলাকার লুৎফর রহমানের ছেলে লোকমান (৬২),
৫৩. কুতুবপুর নন্ধলালপুর এলাকার আইয়ুব আলীর ছেলে মিন্টু মিয়া (৪৮),
৫৪. ফতুল্লা লামাপাড়া এলাকার মোস্তফা কামাল (৫০),
৫৫. সিদ্ধিরগঞ্জ মিজমিজি চৌধুরী পাড়া এলাকার জহির উদ্দিন ভূইয়ার ছেলে আনোয়ার হোসেন আশিক (৪২),
৫৬. জালকুড়ি এলাকার ফজর আলীর ছেলে মাসুদ(৪৮),
৫৭. কদমতলী এলাকার টিপু গাজী (৪৫),
৫৮. মিজমিজি বাতেন পাড়া এলাকার মোঃ আব্দুল হামিদের ছেলে ফরহাদ হোসেন (৪৫),
৫৯. গোদনাইল ধনকুন্ডা এলাকার কাউন্সিলর রুহুল আমিন মোল্লা (৪৮),
৬০. মিজমিজি পশ্চিমপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে সফিকুল ইসলাম(৪৫),
৬১. গোদনাইল আরামবাগ এলাকার রফিকুল্লাহ এলাকার ইফতেখার হোসেন খোকন (৪৮),
৬২. গোদনাইলের কাজী হাবিবুর রহমান হবির ছেলে গাজী আমির (৪২) ও অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা
মামলা সূত্রে জানা যায়, গত ২১ জুলাই গণঅভ্যুত্থানে শিমরাইল এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দিয়ে মাছের আড়ৎতে যাচ্ছিলেন মাছ ব্যবসায়ী মিলন মিয়া। এসময় ১ থেকে ৩ নং আসামীর নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্র-জনতার উপর হামলা চালিয়ে গুলিবর্ষণ করে। এতে মিলনের বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে সাইনবোর্ডে এলাকায় প্রো-একটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।