বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
সোনারগাঁ

সোনারগাঁওয়ে ৮০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

লাইভ নারায়ণগঞ্জ: ৮০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আখতারুজ্জামান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সোমবার (১৭ জুলাই) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আখতারুজ্জামান ওরফে দিলশানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আখতারুজ্জামান নীলফামারী সদর থানার কানিয়াল খাতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- অঞ্চল) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁ থানা পুলিশ কাঁচপুর ওমর আলী স্কুলের সামনে অভিযান পরিচালনা করে। কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে মো. আখতারুজ্জামান ওরফে দিলশান নামের এক ব্যক্তিকে তল্লাশি করা হয়।

এ সময় তার কাছ থেকে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তারের পর তাকে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

RSS
Follow by Email