বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led05জেলাজুড়েরূপগঞ্জশিক্ষা

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ভুলতা স্কুল এন্ড কলেজের বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লার পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।

রবিবার (১৮ আগস্ট) দুপুরে গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় ছাত্র-ছাত্রীরা গণমাধ্যমকে জানায়, বিগত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা ছাত্র-ছাত্রীদের আন্দোলনে যেতে দেননি। কেউ গেলে তার ছাত্রত্ব বাতিল করাসহ হামলা মামলার হুমকি ধামকি দিতেন। শুধু তাই নয় তিনি অন্যায়ভাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে নিয়মের বাইরে অতিরিক্ত টাকা আদায় করেছেন। তার নিজস্ব নিয়মে প্রতিষ্ঠানটি চালিয়েছেন। দুর্নীতি ও অনিয়ম করে কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছেন। অবিলম্বে আব্দুল আউয়াল মোল্লার পদত্যাগ দাবি করেছেন বিক্ষুদ্ধরা।

RSS
Follow by Email