সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
Led05জেলাজুড়েসদর

গুলিবিদ্ধ নয়ামাটির সেই ছোট্ট রিয়ার মৃত্যু, পরিবারের আহাজারি

লাইভ নারায়ণগঞ্জ: নয়ামাটিতে নিজ বাসার ছাদে খেলার সময় গুলিবিদ্ধ হওয়া ৭ বছর বয়সী রিয়া গোপ নামের সেই মেয়েটি মৃত্যুবরণ করেছে। বুধবার (২৪ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিয়া গোপ। এতে কান্নায় ভেঙ্গে পরে পরিবারের সদস্যরা। নিহত রিয়া গোপ (৭) সদর উপজেলার নয়ামাটি এলাকার দীপক কুমার গোপের মেয়ে।

ঘটনার বিবরণে নিহতের পরিবার গণমাধ্যমকে জানায়, গত শুক্রবার দুপুরের খাবার শেষেই বাসার ছাদে খেলতে যায় ছোট্ট রিয়া। এসময় বাসার সামনের সড়কে সংর্ঘষ শুরু হওয়ায় বাবা দীপক মেয়ের কাছে ছুটে যান। বাসার ভিতরে নিয়ে আসার জন্য মেয়েকে কোলে তুলে নেন বাবা দীপক, তখনই একটি গুলি এসে ছোট্ট রিয়ার মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় বাবার কোলে ঢলে পরে রিয়া। এসময় স্থানীয় এক ক্লিনিকে নিয়ে যাওয়া হলে তারা রিয়াকে ঢাকায় রেফার করে। পরবর্তিতে ঢাকায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৭২ ঘন্টা পর বুধবার শেষ নির্শ্বাস ত্যাগ করে ৭ বছরবয়সী সেই শিশু। নিজের একমাত্র মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পরে মা-বাবা।

রিয়ার ছোট খালা আহাজারি করতে করতে বলেন, ‘আমার ছোট মারে, তুই আমাদের ছেড়ে চলে গেলি! তোরে ছাড়া আমরা কেমনে বাঁচব?’ নিহত রিয়ার আরেক স্বজন বলেন, বাসার ছাদে খেলতে গিয়ে বাবার কোলেই গুলিবিদ্ধ হয় মেয়েটা। এর চেয়ে কষ্টের আর কী হতে পারে!

একমাত্র মেয়েকে হারানোর শোকে যেন পাথর হয়ে গেছেন দীপক কুমার। গণমাধ্যমকে তিনি বলেন, ‘কোথা থেকে কী হয়ে গেল, কিছুই বুঝি নাই। আমার কোলেই মেয়ের মাথা থেকে রক্ত বেয়ে পড়ছিল।’

এ বিষয় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন বলেন, এই বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।

RSS
Follow by Email