শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
জেলাজুড়েরাজনীতি

ঢাকায় হরিজন পল্লিতে হামলার ঘটনায় জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নিন্দা

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকার বংশাল রোডের মিরনজিল্লা হরিজন পল্লিতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্র। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তীব্র নিন্দা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে বিমল কান্তি দাস জানায়, ঢাকায় বংশাল রোডের মিরনজিল্লা হরিজন পল্লীতে স্থানীয় আউয়াল কমিশনারের নেতৃত্বে ও পুলিশের উপস্থিতিতে গতকাল যে হামলা করা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এদেশে শত শত বছর ধরে বসবাসরত হরিজনদের উচ্ছেদ করার প্রচেষ্টা বন্ধ করতে হবে। হাইকোর্টের নির্দেশনা থাকার পরও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নতুন বরাদ্দ দেয়ার নামে উচ্ছেদ তৎপরতা উদ্দেশ্যমূলক বলে সকল মহল মনে করে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে এ ধরনের হামলা ও উচ্ছেদ তৎপরতা বন্ধ করার
জোর দাবি জানাচ্ছি।

বিজ্ঞপ্তিতে তারা আরও জানায়, ‘একদল ভূমিদস্যু সারাদেশে হরিজন সম্প্রদায় ও দেশের অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর আবাস ভূমি থেকে উচ্ছেদ ও অবৈধ ভূমি দখলের পায়তারা করে চলেছে। শত শত কোটি টাকার ভূমি অবৈধ দখল করে চলেছে। এদের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষদের আমরা ঐকবদ্ধ এগিয়ে আসার আহ্বান জানাই।’

RSS
Follow by Email