মুছাপুর উপনির্বাচনে প্রার্থীরা যে যেই প্রতীক পেলেন
লাইভ নারায়ণগঞ্জ: বন্দরের মুছাপুর ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন চুরান্ত প্রার্থীরদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বন্দর উপজেলা নির্বাচন অফিসে মুছাপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনের রির্টানিং অফিসার রিয়াজ আহমেদ প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেন।
উপনির্বাচনে প্রার্থী নারগিস আক্তার পেয়েছেন টেলিফোন প্রতীক, আলী হোসেন পেয়েছেন ঘোড়া প্রতীক, ইসমাইল হোসেন পেয়েছেন অটোরিকশা প্রতীক, মাহমুদুল হাসান পেয়েছেন মোরসাইকেল প্রতীক এবং হানিফ কবির পেয়েছেন আনারস প্রতীক।
প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী ৪ জুলাই ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ছিলো ৫ জুলাই। ৬ থেকে ৮ জুলাই প্রার্থীদের আপিলের শেষদিন। ৯ জুলাই সেই আপিল নিষ্পত্তি। ১০ জুলাই পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রতাহার করতে পারবেন এবং ১১জুলাই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণার পর সর্বশেষ ২৭ জুলাই ইভিএম এর মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৪২৩ জন।