বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারের আগুন নিয়ন্ত্রণে
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী একটি ট্রলারে লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৬ জুন) বিকেল ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এর আগে, দুপুর ১টার দিকে তেলের ড্রামবাহী ট্রলারে আগুন লাগে। যাতে করে ওই ট্রলারে রাখা ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল একের পর এক বিস্ফোরিত হতে থাকে। বিস্ফোরনের শব্দে মসজিদ, বাসাবাড়ি, সংলগ্ন থানাসহ আশপাশের এলাকা কেঁপে উঠে।
ট্রলারে করে তেল নিয়ে তারা বরিশাল মনপুরায় যাচ্ছিলেন বলে জানিয়েছেন মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান। তিনি জানান, ট্রলারে ৪ জন শ্রমিক ছিলেন। তারা ভেতরে রান্না করছিল। এসময় সেখান থেকে হয়ত আগুন লাগতে পারে। ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সব তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডে বিস্ফোরিত হয়।