ঈদ যাত্রিদের হয়রানী রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ কাউন্টারকে জরিমানা
লাইভ নারায়ণগঞ্জ: ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে বাড়তি ভাড়া আদায় ও ভাড়ার তালিকা না থাকায় ৪ বাস কাউন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ জুন) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলমের নেতৃত্বে এ অভিযান পরচিালনা করা হয়। এসময় জেলা প্রশাসনে বিভিন্ন কর্মকর্তারা এবং পুলিশ উপস্থিত ছিলেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম বলেন, ঈদ উপলক্ষে মহাসড়কের বাস কাউন্টার গুলোতে যাত্রীদের ভীর সব সময় থাকে। তাই যাত্রীদের হয়রানি রোধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এ অভিযান পরচিালনা করছি। বিভিন্ন বাস থামিয়ে যাত্রিদের সাথে কথা বলে তাদের থেকে অভিযোগ শুনছি, যেখানে বাড়তি ভাড়ার অভিযোগ পেয়েছি সেখানে জরিমানা করেছি। বাড়তি ভাড়া ও ভাড়ার তালিকা না থাকায় ৪ টি বাস কাউন্টারেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ থেকে ঈদের শেষ চারদিন এ অভিযান চলবে।