না.গঞ্জে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবেনা: বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক
লাইভ নারায়ণগঞ্জ: বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, বৃহস্পতিবার থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঈদ যাত্রা শুরু হবে। আমি প্রশাসন, লঞ্চ মালিক শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা। লঞ্চ টার্মিনালে কোন ধরনের বিশৃঙ্খলা করা যাবেনা। কোন লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবেনা। ধারণ ক্ষমতার বেশী যাত্রী কোন ভাবেই বহন করা যাবেনা। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকেই সতর্ক থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি। নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সেজন্য আমরা সর্বাত্মকভাবে সচেষ্ট থাকবো।
বুধবার (১২ জুন) বিকেলে নারায়ণগঞ্জ নদী বন্দরের টার্মিনালে আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৪ উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ নদী বন্দরে ঈদ প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মো. মোস্তাফিজুর রহমান।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ পরিচালক বাবু লাল বৈদ্যের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন, বিআইডব্লিউটিএ নৌ মেরামত কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বাহলুল আমিন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ পরিচালক মোবারক হোসেন মজুমদার, উপ পরিচালক (হিসাব বিভাগ) মো. নুরুল আলম, সহকারি পরিচালক সাজ্জাদুর রহমান, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মোঃ আলাউদ্দিন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ সহকারি প্রকৌশলী মোঃ মাহফুজার রহমান, সহকারি পরিচালক (সংরক্ষণ) মোঃ খলিলুল্লাহ, সহকারি প্রকৌশলী (ড্রেজার বেইজ) মো. শরিফুল ইনসান, সহকারি প্রকৌশলী জালাল আহমেদ, ডিইপিটিসি এর প্রধান প্রশিক্ষক (ডেক) মোঃ লুৎফর রহমান মিয়া প্রমুখ।
সভায় আমন্ত্রিত অতিথিরা লঞ্চ শ্রমিকদের উদ্দেশ্যে নানা ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।