বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led04জেলাজুড়েসোনারগাঁ

সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা, পুলিশের দাবি ‘আধিপত্য বিস্তার’

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে । রবিবার (৯ জুন) রাত ১০টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামে ওই ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার।

নিহত যুবকের নাম রাব্বী (২২)। সে মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রাম এলাকার সানাউল্লাহ বেপারী বাড়ির ভাড়াটিয়া আক্কাস আলীর ছেলে। এ ঘটনায় শাহ আলম নামের আরও এক যুবক আহত হয়েছেন।

পুলিশ জানায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকা দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিলো ২টা গ্রুপের মধ্যে।সেউ ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমসহ তার সহযোগীদের উপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাব্বী নামে এক যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়াও শাহ আলম নামে আরেক জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, হত্যাকাণ্ডের পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

RSS
Follow by Email