রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
আড়াইহাজারআদালতজেলাজুড়ে

সেই রিকশাচালক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ওসমান নামের এক রিকশা চালককে জবাই করে হত্যা মামলায় অভিযুক্ত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আড়াইহাজারের চামুরকান্দি এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. আবুল হোসেন (৩০) ও একই উপজেলার সুলপান্দি এলাকার সালাউদ্দিনের ছেলে উকিল (৩০)।

মঙ্গলবার (২৮ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। কোর্ট পুলিশ পরিদর্শক এর সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ২৮ নভেম্বর ঈদ বারদী এলাকার বিলের মধ্যে একটি পুকুরের পাশে জঙ্গল থেকে রিকশা চালক ওসমানের জবাই করা মরদেহ উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় তার বাবা মো. মোস্তফা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। সেই মামলার তদন্ত করে পুলিশ দণ্ডপ্রাপ্তদের শনাক্ত করেন। আদালত মামলার বিচার কার্যক্রম শেষে এ রায় ঘোষণা করেন।

RSS
Follow by Email