বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led02Uncategorizedফতুল্লাসদর

বুধবার না.গঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিভিন্ন অংশে বুধবার (২৯ মে) ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইন মেরামত/প্রতিস্থাপন কাজের জন্য বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা পঞ্চবটী, পঞ্চবটী বিসিক, ভোলাইল, ইসদাইর, কাশীপুর, গোগনপুর, চর সৈয়দপুর, মুক্তারপুর ও তৎসংলগ্ন এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, এসব এলাকার আশেপাশে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

RSS
Follow by Email