বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led04জেলাজুড়েরাজনীতিসদর

গিয়াসউদ্দিন সাহেব রাজনৈতিক প্রতিহিংশার শিকার: এড. টিপু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলছেন, মুহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব রাজনৈতিক প্রতিহিংশার শিকার। যেহেতু উনি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন এবং একজন দক্ষ সংগঠক। তাই নারায়ণগঞ্জের গডফাদাররা প্রতিহিংশার বসে তার বিরুদ্ধে ১২ট মামলা করেছে। প্রত্যেকটি মিথ্যা এবং গায়েবি মামলা।

রোববার (২৬ মে) সকালে মুহাম্মদ গিয়াসউদ্দিনকে আদালতে উঠানো হলে আদালত ১২টি মামালায় তার জামিন না মঞ্জুর করেন। এর পরে, এক প্রতিক্রিয়ায় এড. টিপু এই কথা বলেন।

তিনি আরও বলেন, প্রত্যেকটি মামলায় আজ তিনি জামিন আবেদন করেন এবং আদালত সেই আবেদন নামঞ্জুর করেছেন। আমরা এই মামলাগুলোর জন্য উচ্চ আদালতে যাবো। আমরা আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো এবং অতি শিগ্রই তিনি মুক্তি পাবেন। আমরা আইনরে কাছে ন্যায় বিচার চাই, এটাই আমাদের দাবি।

RSS
Follow by Email