রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led05সোনারগাঁ

সোনারগাঁয়ে ২০ হাজার ডিমসহ পিকআপ ভ্যান ছিনতাই

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলায় ডিম বোঝাই একটি পিকআপ ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (২৩ মে) রাতে এই ঘটনা ঘটে।

পরে শুক্রবার (২৪ মে) রাতে এই ঘটনায় ডিম ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলমের ছোট ভাই বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ডিম ও গাড়ির মালিক মোঃ জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আমার মালিকাধীন টাটা এইচ পিক-আপ ভ্যান (ঢাকা মেট্রো ন-১৮-২৬২৩) কিশোরগঞ্জ থেকে ১২ হাজার লাল ডিম ৬ হাজার হাঁসের ডিম এবং ২ হাজার কোয়েল পাখির ডিম নিয়ে রওনা করে। সোনারগাঁ উপজেলার পরাপরদি-তালতলা বাজারের মাঝামাঝি আসলে পিছন দিক থেকে দ্রুতগতিতে একটি মাহিন্দ্রা বোলার পিক-আপ ভ্যান গাড়ির গতিরোধ করে ড্রাইভার হুমায়ুন ও হেলপার সিরাজকে কারেন্টের তার খাম্বার সাথে বেঁধে মারধর করে ডিম বোঝাই ভ্যানটি নিয়ে চলে যায়।

জাহাঙ্গীর আলম বলেন, পিক-আপ ভ্যানটিতে করে প্রায় দুই লক্ষ আট হাজার টাকা মূল্যের ২০ হাজার ডিম নিয়ে সোনারগাঁয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে রওয়ানা হন।

সোনারগাঁ থানাধীন তালতলা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

RSS
Follow by Email