সোনারগাঁয়ে জাল ভোট দেওয়ায় যুবক আটক, ৬ মাসের জেল
লাইভ নারায়ণগঞ্জঃ সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিয়ে ধরা পড়ার পর এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার বারদি ইউনিয়নের দলরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্ত হলেন আবু হানিফ (১৯) দলরদী গ্রামের কবিরের ছেলে।
জানা যায়, জাল দিতে আসা যুবকের নাম আবু হানিফ, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালামের সমর্থক। সে ঘোড়া প্রতীকে জাল ভোট দিতে গিয়ে ধরা পরে।
এসময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।