সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
জেলাজুড়েবন্দর

বন্দরে ৭ ঘন্টায় ভোট পড়েছে ৩৮ শতাংশ

লাইভ নারায়ণগঞ্জ: সারা দেশে ১ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত, এরপর চলবে ভোট গণনা। নারায়ণগঞ্জের বন্দরে এরই মধ্যে উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দুপুর ৩টা পর্যন্ত ৩৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

বন্দর উপজেলা নির্বাচন অফিসার রিয়াজ আহমেদ লাইভ নারায়ণগঞ্জকে জানান, দুপুর ৩ টা পর্যন্ত ৫৪ টি ভোটকেন্দ্রে প্রায় ৩৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এ পর্যন্ত কোন ভোটেকেন্দ্রে কোন প্রকার বিশৃঙ্খলার ঘটনা ঘটে নি। তবে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। কোন বিশৃঙ্খলা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ৫৪ টি ভোটকেন্দ্রে ৩৫৭ ভোট কক্ষে ভোটগ্রহণ চলছে। বন্দর উপজেলা ভোটার রয়েছেন ১ লাখ ৩১ হাজার ৫৬৪ জন। এবার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করছেন ৪ জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান এম এ রসিদ (দোয়াত কলম), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির বহিষ্কার নেতা আতাউর রহমান মুকুল (চিংড়ি মাছ), জাতীয় পার্টি থেকে বহিস্কৃত নেতা মাকসুদ হোসেন (আনারস) ও তার ছেলে মাহমুদুল হাসান (হেলিকপ্টার) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু (উড়োজাহাজ), মোশাঈদ রহমান মুকিত (তালা), মো. আলমগীর (মাইক) ও শাহিদুল ইসলাম জুয়েল (টিউবওয়েল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে মাহমুদা আক্তার আর ফুটবল প্রতীক নিয়ে সালিমা হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

RSS
Follow by Email