রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রাজনীতি

দেশের জনগণ শান্তিতে বসবাস করতে চায়: ভিপি বাদল

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল) নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে নারায়ণগঞ্জে শোক র‍্যালি করেছে । রবিবার (১৩ আগস্ট) সকালে নগরীর দুই নম্বর রেলগেইট এলাকায় দলীয় কার্যালয় থেকে শোক র‍্যালিটি বের হয়ে বঙ্গবন্ধু সড়ক হয়ে চাষাঢ়ায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সভায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো.বাদল জাতির পিতার খুনীদের প্রতি ঘৃণা প্রকাশ করে তাদের দোসর বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন। আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের বিজয় প্রত্যাশা করে তিনি বলেন, জনগণ আর আগুন, খুন, সন্ত্রাস, নৈরাজ্য চায় না। দেশের জনগণ শান্তিতে বসবাস করতে চায়।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী বৃষ্টিতে ভিজে এই কর্মসূচিতে যোগ দেন।

RSS
Follow by Email