রেড ক্রিসেন্ট সোসাইটির সিসিএ প্রকল্পের প্লানিং কর্মশালার উদ্বোধন
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের আওতায় ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন প্রকল্পের দুই দিন ব্যাপি প্লানিং কর্মশালার শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৭ মে) সকাল ৯টায় নারায়ণগঞ্জ ক্লাব হল রুমে ব্রিটিশ রেড ক্রসের অর্থায়নে পরিচালিত এ কর্মশালার উদ্বোধন করা হয়।
কর্মশালায় ২০২৪ সাল হতে ২০২৬ সালের আগামী ৩ বছর প্রকল্পের কি কি কার্যক্রম করা হবে সেই বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করা হবে। উল্লেখ্য, প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের সুমিলপাড়াস্থ বিহারী ক্যাম্প ও ১৬নং ওয়ার্ডের ঋষিপাড়া এলাকা অন্তর্ভূক্ত।
কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ ও নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান চন্দন শীল, ভাইস চেয়ারম্যান ফারুক বিন ইউসুফ পাপ্পু, সেক্রেটারি এড. মো. হাসান ফেরদৌস জুয়েল, কার্যনির্বাহী কমিটির সদস্য খবির আহমেদ,খন্দকার সাইফুল ইসলাম, মোস্তফা কামাল, সাথী রানী সাহা, ব্রিটিশ রেড ক্রসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিস মাগদা রাইয়স মেনডেস, সহকারী পরিচালক মো. শাহজাহান সাজু, প্রোগ্রাম ম্যানেজার মো. কামরুল হাসান, প্রোগ্রাম অফিসার মো. আশেকুল হাসান, ইউনিট লেভেল অফিসার কাওছার আহমেদ, সিনিয়র অফিসার মো. সুজন আলী, সিসিএ প্রকল্প, নারায়ণগঞ্জসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ, যুব রেড ক্রিসেন্ট এর সদস্যবৃন্দ প্রমুখ।